দৃশ্যপট ডেস্কঃ
ফয়সাল করিম মাসুদের বান্ধুবী মারিয়া আক্তার আদালতকে বলেছেন, ‘সে (ফয়সাল) আমার বন্ধু। তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল। এসব (হাদিকে গুলি) বিষয়ে কোনো কথা হয়নি।’
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন মারিয়া।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ কথা বলেন মারিয়া।
শুনানি শেষে আদালত মারিয়াসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন ফয়সালের স্ত্রী সালেহা পারভীন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।
এর আগে (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার (১৪ ডিসেম্বর) রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
এরপর রোববার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে সামিয়া ও সিপুকে এবং মারিয়াকে সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সূত্রঃ কালবেলা ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat