প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ১১:৫১ পি.এম
ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটকের পর প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় (৯ এপ্রিল) ধর্মপুর আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করে চার (৪) জন কিশোর গ্যাং কে কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামেন ইউএনও। এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে উশৃঙ্খল আচরণ এবং বিভিন্ন উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়।
পরে ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় মোঃ আশরাফ (১৭), মোঃ তাজিম উদ্দিন (১৮), মোঃ মোশারফ উদ্দিন (১৮), মোঃ রিফাত (১৮) কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ইউএনও আরো বলেন কারাদণ্ডে দণ্ডিত চার (৪) জনের মধ্যে (৩) জন লেলাং ইউনিয়নের এক (১) জন ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় ৪ জনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে সব সময় অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat