দৃশ্যপট ডেস্ক:
নারী ও শিশু অধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ বছর দিয়েছে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কার-২০২৫’। জাতীয় গণমাধ্যম ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জাফর ইকবাল। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে প্রচারিত নারী ও শিশু বিষয়ক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়।
এবারে মোট ১০৭ জন প্রতিযোগী ২১৪টি কনটেন্ট জমা দেন। এর মধ্যে ৪১ জনের ৫১টি কনটেন্ট প্রাথমিকভাবে মনোনীত হয় এবং শেষ ধাপে ১৫ জন সাংবাদিকের ১৫টি প্রতিবেদন পুরস্কারের জন্য নির্বাচিত হয়। দৈনিক কালবেলার প্রতিবেদক জাফর ইকবাল তার তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন ‘গৃহকর্মী আড়ালে কিশোরী পাচার’–এর জন্য এই পুরস্কার অর্জন করেন। প্রতিবেদনে তিনি দেখিয়েছেন, কীভাবে বাংলাদেশের দরিদ্র নারীরা জীবিকার তাগিদে বিদেশে গিয়ে যৌন নির্যাতন, শারীরিক সহিংসতা এবং মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছেন।
প্রতিবেদনে প্রকাশিত তথ্যে উঠে এসেছে—একটি সুসংগঠিত মানবপাচার চক্র ভুয়া কাগজপত্র ব্যবহার করে কিশোরীদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠাচ্ছে, যেখানে তারা গৃহকর্মী, স্পা কর্মী কিংবা ডান্স বারের ছদ্মবেশে নির্যাতনের শিকার হচ্ছেন। কালবেলার অনুসন্ধানে আরও প্রকাশ পায়, এই চক্রের সঙ্গে অন্তত চারজন বিএমইটি কর্মকর্তার প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং অর্ধশতাধিক রিক্রুটিং এজেন্সির যোগসাজশ রয়েছে। এর আগে, সাংবাদিক জাফর ইকবাল তার ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার’ প্রতিবেদনের জন্য ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪-এ অনুসন্ধান ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat