
নিজস্ব প্রতিনিধিঃ
“মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন” এ স্লোগানকে সামনে রেখে “প্রিয় সলঙ্গার গল্প”র উদ্যোগেি সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলঘ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চীফ এডমিন শাহ আলম।এ সময় উপস্থিত ছিলেন, রেব হেডকোয়ার্টার এর আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল,সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,উপদেষ্টা এস.এম ফারুক হায়দার,সহকারি অধ্যাপক বেলাল হোসেন,প্রভাষক তাজউদ্দীন,এডমিন তুষার,হারুন অর রশিদ,শাহিদুল,হাফিজ,মিলন, রাকিব,ফরহাদসহ অনেকে।সহযোগীতায় ছিলেন,আব্দুল আলিম হজ্ব কাফেলা,জুম ইলেট্রনিক্স,লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা।
বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ,শিশু-কিশোর ও বৃদ্ধ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।এ ছাড়াও রক্তের গ্রুপ,ওজন,প্রেসার ও ডায়াবেটিস বিনামূল্যে পরীক্ষা করা হয়।
সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম,
মুখ,চোয়াল ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,সার্জারী বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ অলি আহমেদ পারভেজ ও মেডিসিন,চর্ম যৌন রোগে অভিজ্ঞ ডা.মোঃ আব্দুল্লা আল কাফি এবং ডা: সুমাইয়া বিনতে সাত্তার (এমবিবিএস,এমআরসিওজি (লন্ডন)।