মোঃ সাকিবুল হাসান, কুমিল্লা:
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবদুস সবুর বলেছেন, স্মার্ট দেশ গড়তে স্মার্ট বিদ্যালয় গড়ে তুলতে হবে। বিদ্যালয় স্মার্ট হলে শিক্ষার্থীরাও স্মার্ট হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের শিক্ষা প্রতিষ্টান এবং ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন চলমান রয়েছে। তাই দাউদকান্দি তিতাসের প্রতিটি বিদ্যালয়ের নতুন ভবন, ডিজিটাল ল্যাব, সীমানা প্রাচীর, চলাচলের পথ নির্মাণসহ আধুনিক মানসম্মত স্মার্ট বিদ্যালয় করতে যা যা দরকার পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।
সোমবার (২০ মে) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিটগঞ্জ রাজেন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে নিজেদেরকে যোগ্য করে তুলতে সুশিক্ষিত হতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিদ্যালয়ের পরিবেশেরও মান উন্নয়নে কাজ করতে হবে।
ইঞ্জিঃ আবদুস সবুর আরো বলেন, আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিদ্যলয়গুলোকে আধুনিক এবং স্মার্ট করতে কর্মমুখী শিক্ষার বিষয় চালু করার দরকার। এবিষয়টি নিয়ে প্রস্তাবনা রয়েছে। যাতে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে। শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহার এবং কর্মমুখী শিক্ষা গ্রহনের মাধ্যমে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে। পাশাপাশি প্রয়োজন ছাত্র শিক্ষকের মধ্যে নিয়মানুবর্তিতা (ডিসিপ্লিন)। কারন তোমাদের মাঝে স্বপ্ন দেখি জননেত্রী শেখ হাসিনার আগামীদিনের উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশের। তোমাদের মধ্যে আমরা স্বপ্ন দেখি স্মার্ট দাউদকান্দি স্মার্ট তিতাস, উন্নত দাউদকান্দি উন্নত তিতাস।
বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মাধুরি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হামদার্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, ইলিয়টগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat