নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপরে এক প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলমকে (৪৪) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চারিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খোরশেদ আলম সোনামুখী গ্রামের কাসেমের পুত্র।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, সাতদিন আগে প্রতিবেশী এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে খোরশেদ আলম। সোমবার ওই নারীর বাবা বাদী হয়ে কাজিপুর থানায় মামলা করেন। সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্যাতিত ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী ও মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat