উল্লাপাড়ায় (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূজামণ্ডপে উচ্চস্বরে ডিজে গান বাজানো নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও মোটর মালিক গ্রুপের এক নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক মো. ওমর ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন লাবলু ও মো. হাফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি কর হয়েছে।
বুধবার (১ অক্টোবর) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী এএসআই ওমর ফারুক বলেন, মঙ্গলবার ভোররাত ১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা ভবানী মন্দিরে উচ্চস্বরে ডিজে গান বাজানো হচ্ছিল। আমি মোবাইল ডিউটিতে ছিলাম। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভবানী মন্দিরে গিয়ে সাউন্ড কমাতে বলি। এ সময় সাইফুল ইসলাম বাবলু তার সাথে থাকা লাবলুসহ বেশ কয়েকজন পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল সাগরের উপর হামলা করে তারা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম বাবুলর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মঙ্গলবার মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat