রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (১৩ জুলাই) বিকেলে রায়গঞ্জ উপজেলা বিএনপির ধানগড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। এ সময় ‘২৪-এর হাতিয়ার রুখে দাও চাঁদাবাজি’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্র এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতারা আরও বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসীদের প্রশ্রয়ের ফলে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বক্তারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসাইন, সদস্য সচিব সাইফুল্লাহ সাঈদ ইবনে সজল, কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat