নাটোর জেলা প্রতিনিধিঃ
নিখোঁজের চারদিন পর নাটোরের নলডাঙ্গা থেকে রফিকুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মাধনগর কলবাড়ি ঈদগাহ মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত রফিকুল ইসলাম উপজেলার পুর্ব মাধনগরের মৃত মেহের আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান,গত সোমবার সকালে বাড়ী থেকে বের হয় রফিকুল। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে আজ বিকেলে স্থানীয়রা মাধনগর কলবাড়ি ঈদগাহ মাঠের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে রফিকুলের স্ত্রী নার্গিস বেগম ও তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারন জানাতে পরেনি পুলিশ। ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat