রিয়াজুল হক সাগর, রংপুর:
কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজের এক দিন পর তিস্তা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার।
বুধবার (৯জুলাই) সকাল ৮:০০টায় তিস্তা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন রংপুরের ডুবারুর দল।
স্থানীয় সুত্রে জানা যায়,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পাশ্বে তিস্তা নদীর তীরে বাড়ি রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার ৮জুলাই বিকেলে ৫টায় বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলছি।
ওই সময় তার মা পাশেই অন্যান্য মহিলাদের সাথে গল্প করছিলো। হঠাৎ করে মায়ের সন্তানের কথা মনে পড়ে।ছেলেকে চোখে সামনে না পেয়ে এদিক সেদিক খোজাখুজি শুরু করেন। অনেক খোজাখুজি করে না পাওয়া গেলে স্থানীয়দের সন্দেহ হয়,নাজিম নদীতে পড়ে যেতে পারে।কারণ নাজিম যেখানে খেলাধূলা করছিলো তার পাশেই তিস্তানদীর তীরে একটি নৌকা বাধা ছিলো। প্রায়:শ নাজিম নৌকায় উঠতো। পরে অনেক খুজে না পেয়ে রাতেই রাজারহাট ফায়ার স্টেশনের সাব অফিসার আবু তাহেরর সাথে যোগাযোগ করা হলে তিনি রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন। রংপুরের ফায়ার স্টেশন ও রাজারহাট ফায়ার স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে ৯ই জুলাই বুধবার সকাল ৮:০০ টায় একদল ডুবারু দল তিস্তা নদীর তীরে বাধা নৌকা টির পাশে পানিতে নামেন। ১০মিনিটের উদ্ধার তৎপরতায় ডুবারু নজরুল ইসলাম নাজিমের মৃত্যু দেহ টি খুজে পান। মৃত্যু নাজিমের মৃত্যু দেহ টি উপরে আনলে স্থানীয়দের মাঝে শোকের মাতম শুরু হয়। অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। উদ্ধার তৎপরতা শেষে রাজারহাট ফায়ার স্টেশনের সাব অফিসার আবু তাহের ওই ওয়ার্ডের মহিলা মেম্বার মমতাজ বেগমের কাছে মৃত্যু দেহটি হস্তান্তর করে চলে আসেন। এলাকাবাসী উদ্ধারকারী ডুবারু নজরুল ইসলাম ও রাজারহাট ফায়ার স্টেশনের সকল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ গত ৬ বছর আগে এই তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। যা আজও তার হদিস পাওয়া যায়নি।
পর পর দুটি ঘটনায় রফিকুল ইসলাম মানসিক ভাবে ভেঙে পড়েছেন। স্থানীয়রা উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান অন্তত রফিকুল ইসলামের পুনঃবাসনের সহায়তা করবেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat