নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর বাজারে সোমবার(২৮ জুলাই)বিকাল তিনটার দিকে সেনা অভিযানে অবৈধভাবে দখল করা ১১টি দোকানঘর উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অভিযানে অবৈধভাবে দখলকৃত দোকানগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,মোঃ হায়দার আলী, পিতা: মজিবর রহমান,তার ছোট ভাই মোঃ রুহুল আমিন ও মোঃ আজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে আজ সকাল আনুমানিক দশটার দিকে বিভিন্ন দোকানে অবৈধ চাঁদা দাবি করে এবং ১১টি দোকান ঘর অবৈধভাবে দখল করে তালা ঝুলিয়ে দেয়। বারবার অনুরোধ সত্ত্বেও দখল না ছাড়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন প্রকৃত মালিকগণ।
অভিযানকালে উদ্ধার হওয়া দোকানগুলোর প্রকৃত মালিক মোঃ কুরবান হোসেন মিলন পিতা: মৃত মোঃ আফাজ উদ্দিন ও মোঃ শাহ আলম পিতা: মৃত সিদ্দিকুর রহমান,উভয়েই নাটোর জেলার বড়াইগ্রামের নওপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযান শেষে অবৈধ দখলদার মোঃ হায়দার আলী এবং তার সহযোগীদেরকে বড়াইগ্রাম থানায় আইনী প্রক্রিয়ার জন্য প্রেরণ করা হয়।
স্থানীয় জনগণ এবং দোকানদাররা সেনা অভিযানের প্রশংসা করে জানান,অবৈধ দখলের বিরুদ্ধে এমন পদক্ষেপ বাজারে শৃঙ্খলা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,বাজারে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কারো প্রভাব বা পরিচয়ের বাইরে গিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat