নাটোর প্রতিনিধি:
পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ একটি বগির নিচে চাকার কাছে আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার, রুবেল হোসেন, মুনির আরিন্দা, সাজু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছেই হঠাৎ চাকার কাছে আগুন ধরে যায় এবং ধোঁয়া উঠতে থাকে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামত কাজ শুরু করে।
মাধনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম জানান, ট্রেন পরিচালক প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়। এরপর প্রায় তিন ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৭টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat