নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে রিমি খাতুন নামে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার(১৫ মে) বিকেল তিনটার দিকে উপজেলার পিপরুল গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
হালখাতা উপলক্ষে রিমি তার নিজ বাড়ি বাসুদেবপুর থেকে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। নিখোঁজ রিমি খাতুন বাসুদেবপুর এলাকার রবিউল ইসলাম এর মেয়ে।
স্থানীয় এলাকাবাসী মোঃ পাভেল শেখ,জুয়েল রানা,সজল আহম্মেদ,অশিৎ কুমার বলেন, বৃহস্পতিবার পিপরুল গ্রামের সাইফুল ইসলাম ছয়ফরের বাড়িতে হালখাতা অনুষ্ঠান চলছিল। রিমি এই হালখাতা উপলক্ষে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে অন্যদের সাথে বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নামে রিমি। এরপর সে স্রোতে ভেসে যায়। ঘটনার সাথে সাথে বাড়ির লোকজন খোঁজ করে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে ডুবুরি নামিয়ে নদীতে নেমে খোঁজ শুরু করে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিবুর রহমান জানান,রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছে,আমরা অনুসন্ধান চালাচ্ছি,এখনও রিমির সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat