দৃশ্যপট ডেস্ক:
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আল-মামুন নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আল-মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের ওসিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আল-মামুনের মৃত্যু হয়। এ সময় আহত হয় ৬ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat