জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬শে এপ্রিল) দুপুর১২ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফজাল মাতুব্বর একই এলাকার ফুল মিয়া মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় প্রচন্ড গরম থেকে বাঁচতে নিজ ঘরে পড়ে থাকা নষ্ট ফ্যান সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন আফজাল মাতুব্বর। পড়ে স্বজনরা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন
নিহতের ছেলে মোঃ মনির হোসেন বলেন,সকালে ধান খেত থেকে এসে দেখেন বৈদ্যুতিক ফ্যান চলেনা সেটা নিজে সারতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে ছিটকে পড়েন পরলে আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার আইরিন রহমান বলেন,হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে আফজাল মাতুব্বরের। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন তিনি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,পরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat