নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
“কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন বালাইনাশক কোম্পানির অফিসারদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে ‘নলডাঙ্গা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম মধু (টেরিটোরি এক্সিকিউটিভ, সুরভী এগ্রো ইন্ডাস্ট্রিজ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আল-আমিন সরদার (সিনিয়র মার্কেটিং অফিসার, টাটা ক্রপ কেয়ার কোম্পানি)। পাশাপাশি সাত সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন-মো. মাহাবুর রহমান (এগ্রিসোর্স), মো. হেলাল মন্ডল (এগ্রো অ্যারেনা), মো. মাসুদুর রহমান (ব্যাবিলন), মো. হাসানুজ্জামান (ব্যাবিলন), মো. মিলন আলী (সী-ট্রেড), মো. জাহাঙ্গীর আলম (গ্রীন বাংলা) ও মো. দারা উদ দৌলা (মিমপেক্স)।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহসভাপতি মো. জহিরুল ইসলাম (হিয়া), যুগ্ম সম্পাদক মো. জেকের আলী (ম্যাপ), সাংগঠনিক সম্পাদক মো. শিমুল প্রাং (এগ্রিসোর্স), অর্থ সম্পাদক মো. শহিদুল (হেকেম) ও মো. মাসুদ রানা (বঙ্গ এগ্রিটেক), দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম (সুইট), প্রচার সম্পাদক মো. নাসিম আলী (এ্যাথারটন), তথ্য সম্পাদক মো. আ. বারিক (বায়োসেফ), ক্রীড়া সম্পাদক মো. আব্দুল কাফি (ঐক্য), আইন সম্পাদক মো. মহিনুর ইসলাম (গ্রীন বাংলা) এবং ধর্ম সম্পাদক মো. খাইরুল ইসলাম (ইনতেফা)।
সভায় উপদেষ্টা মো. মাহাবুর রহমান বলেন, সারাদেশের বিভিন্ন উপজেলায় এ ধরণের কমিটি রয়েছে। তারই ধারাবাহিকতায় কৃষি ক্ষেত্রে সেবার মান উন্নয়ন ও অফিসারদের ঐক্যবদ্ধ করতে এ সংগঠন গঠন করা হলো। আমরা আশা করি এর মাধ্যমে উপজেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat