নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় এসএসসি ও এইচএসসি পাশের কৃতি ৩২ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার(৩০ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্ট বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি সহয়তায় নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এসব কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
এসময় নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস,নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারীসহ কৃতি শিক্ষার্থীদের অবিভাবক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat