ফজলে রাব্বী, নলডাঙ্গা (নাটোর) প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নাটোর সেনাবাহিনী,উপজেলা কৃষি অফিস,নলডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে নলডাঙ্গা বাজারের মেসার্স মন্ডল এন্ড কোঃ স্বত্বাধিকারী মোঃ আকতার হোসেনকে ২৫ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন হককে ২৫ হাজার টাকা জরিমানা
করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান।
এসয়ম উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন,কৃষি সম্প্রসারন অফিসার সাজ্জাদ হোসেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কাজি আসিকুর রহমানসহ প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন জানান,উত্তরবঙ্গের শস্যভান্ডার খ্যাত হালতিবিল কৃষি প্রধান এলাকা। কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে বিশৃঙ্খলা করছে। এই অভিযোগে বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat