নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় দিকে
পিপরুলের ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম,অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোশাররফ হোসেন,সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদেশ্য বলেন,মেধা সবার রয়েছে কিন্তু তা কাজে লাগাতে হবে। পরিশ্রম করতে হবে। সেই সাথে অসৎ পথ পরিহার করতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক একটা পরিবার শেষ করে দেয়। মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat