নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে নলডাঙ্গা সিএনজি মোড় থেকে বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সিএনজি মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি
আব্দুল মালিক রাব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ রেদয়ানুল হালিম,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক,উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোঃ ফজলুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা পৌরসভা শাখার
উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ আব্দুল বারিক,নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশ থেকে বক্তারা,বাংলাদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রমনীতি চালুর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat