নাটোর প্রতিনিধিঃ
অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি' এ স্লোগান কে সামনে নিয়ে নাটোরের নলডাঙ্গায় পোনা মাছ অবমুক্তকরণ,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৮ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
পরে নলডাঙ্গা বারনই নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং সফল মৎস্য চাষীদের হিসাবে ৩ জনকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat