নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় নানা আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ ডিসেম্নর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন , দোয়া ও মহান বিজয় দিবসের প্রথম প্রহরে নলডাঙ্গা উপজেলার স্মৃতি সৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুরু হয়।
ভোরর প্রথম প্রহরে শ্রদ্বা নিবেদন করে নলডাঙ্গা উপজেলা প্রশাসকসহ সকল কর্মকতা মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং সামজিক সংগঠনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।
এছাড়া নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নলডাঙ্গা সরকারি হাই স্কুল মাঠে সকাল ৮.৩০মিঃ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধার শেষে মুক্তিযোদ্ধা ও জুলাই যুদ্ধাদের বিশেষ নিয়ে নানান বিষয়ে তুলে ধরে এই আয়োজন করা হয়। সকালে বিজয় দিবসের মূল পর্ব শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat