নাটোর প্রতিনিধিঃ
ভিডব্লিউবি তালিকা থেকে দরিদ্র উপকারভোগীদের নাম কর্তনের অভিযোগ উঠেছে,স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। তাই প্রতিবাদে মানববন্ধন করেছে,স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার(২ সেম্টেম্বর) বেলা ১২টার দিকে নলডাঙ্গার উপজেলার মাধনগরে এই মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ তাহের আলী,মোঃ ওয়াদুত মৃধা,মোছাঃ রানী আক্তার,মোছাঃ মেলি বেগম,মোছাঃ সাজে বেওয়াসহ প্রমূখ।
বক্তরা বলেন,স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার দাপটে ভিডব্লিউবি তালিকা থেকে দরিদ্র উপকারভোগীদের নাম কেটে দিচ্ছে। তালিকায় নাম থাকার পরও তারা,সেই নাম কেটে নিজস্ব লোকের নাম দিচ্ছে। আর হতদরিদ্র মানুষরা তাদের দাপটে অসহায় হয়ে পরেছে। আমরা চাই দরিদ্রের যেন নাম কর্তন করা না হয়,আমরা বাঁচতে চাই।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat