নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(২৩ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলার মাধনগর স্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান,আজ সকালে দশটার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ স্টেশনে আনা হয়।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব জানান,এখানে মরদেহ ময়নাতদন্ত এবং পরিচয় সনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ তুলে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat