নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার বুড়িরভাগে,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও গবাদি পশুর বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৪০ জন পিজি সদস্য অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার। আরো উপস্থিত ছিলেন,প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর শারমিন আক্তার, কুটড়িপাড়া ডেইরি পিজি সভাপতি,মোঃ আশরাফুল ইসলাম,বেলাল হোসেন,ইসমাইল হোসেন,মোছাঃআনোয়ারা বেগম, পিঞ্জরা বেগমসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার বলেন,আমরা জানি রংপুর,পীরগাছা,গাইবান্ধা আর বিভিন্ন এলাকায় এই তরকা রোগ ছড়িয়ে গেছে। তরকা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ যা প্রথমে গরু আক্রান্ত হয়। আর এই আক্রান্ত পশুর মাংস যদি,আমরা খাই তাহলে আমাদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বর্ষাকালে যখন গরু ঘাস খায় তখন সেই জীবাণু গরুর শরীরে প্রবেশ করে ১২ থেকে ২৪ ঘন্টা পর মারা যায়। যদি লক্ষণ বিবেচনা করি তাহলে গরুর শরীরের তাপমাত্রা হঠাৎ করে ১০৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত হয়,পেট ফুলে যায়,কাঁপুনি দেয়,শুয়ে থাকে, নাড়াচাড়া করতে সমস্যা হয় ইত্যাদি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা,অ্যানথ্রাক্স রোগের লক্ষণ,প্রতিরোধ ও সচেতনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত গবাদি পশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat