আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে আলোচিত ও পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন নন্দীগ্রাম উপজেলা প্রেস-ক্লাব গঠন করার পর থেকে গত তিন বছর ধরে এ পর্যন্ত উপজেলা প্রেস-ক্লাবে কোন প্রকার সভা না ডাকা, সদস্যদের সঙ্গে যোগাযোগ না রাখা সহ প্রেস-ক্লাবের বিভিন্ন কার্যক্রম না থাকায় পুরো কমিটি অকার্যকর কমিটিতে পরিণত হয়েছে। সেই কারণে পুরাতন কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে পুরাতন কমিটি বাতিল ঘোষনা করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় নন্দীগ্রাম নাইমা আরাফাত সুপার মার্কেট চত্বরে নন্দীগ্রাম প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, আক্তার হোসেন দুলাল, কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব নাজির হোসেন, নুর মোহাম্মাদ বাদশাহ্, মোহসিন আলী, গোলাম মোস্তফা, আ: হাকিম, এনামুল হক আপেল প্রমুখ। সভায় সবার সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে খোলা কাগজ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি মো. ফজলুর রহমানকে সভাপতি, যায়যায়দিন পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি মো. আক্তার হোসেন দুলালকে সাধারণ সম্পাদক ও মানব জমিন পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি আব্দুল হাকিমকে দপ্তর সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat