প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৬:২০ পি.এম
নন্দীগ্রামে ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে সাত বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শামীম হোসেন আকন্দ (২৩) নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের এমদাদুল হক আকন্দের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের এক শিশু সোমবার দুপুরে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। তখন শামীম হোসেন আকন্দ তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে তার বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat