প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৫৭ পি.এম
নতুন বস্তায় পুরান চাউল রায়গঞ্জে ভি-ডাব্লিউ-বি নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডাব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় অসহায় নারীদের মধ্যে নিম্নমানের ও খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ উঠেছে।গত ২৯ সেপ্টেম্বর ধামাই নগর ইউনিয়েন এমন ঘটনা ঘটে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, নিয়মিতভাবে ২০২ জন নারী উপকারভোগীর প্রত্যেকে মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। তবে সম্প্রতি বিতরণ করা চালগুলোতে পোকা, দুর্গন্ধ ও পচনের উপস্থিতি পাওয়া গেছে। ফলে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।
চাউল নিতে আসা এক জন নারী উপকার ভোগী নাম না প্রকাশ করার শর্তে বলেন,গরীব মানুষ বলে কি আমাদের এ রকম পচা চাউল খেতে হবে?
গ্রাম পুলিশ ভুপেন মাহাতো জানান, চালের বস্তা নতুন হলেও ভিতরে পচা গন্ধ। প্রায় ৫-৬বস্তা কেউ নেয়নি। অফিসে রেখে দেওয়া আছে।
ইউপি সদস্য পলাশও বিষয়টি স্বীকার করে বলেন,নতুন বস্তায় পুরনো চাল এসেছে।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রাজোন পলাশ বলেন,এবারের চালগুলো ভালো নয়। অফিসে জানানো হয়েছে।
তবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আমার দায়িত্ব উপস্থিত থেকে চাল বুঝিয়ে দেওয়া। খারাপ চাল থাকলে সুফলভোগীরা ইউএনও অফিসে অভিযোগ করতে পারেন।
চান্দাইকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, আমি সদ্য যোগদান করেছি, তাই এই চালের বিষয়ে আমার জানানেই। আমার পূর্ববর্তী কর্মকর্তার সময়কালে উক্ত চাউল গুলো গুদামজাত করণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, পঁচা চাল বিতরণের লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা মনে করছেন, সরকারি এই সহায়তা কর্মসূচি অসহায় মানুষের অধিকার রক্ষায় হলেও বাস্তবে তা দুর্নীতি ও অনিয়মের শিকার হচ্ছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat