নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বিয়ে বাড়িতে যাবার পথে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বিপ্লব (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাগডোব-ভালাইন রোড এলাকায়। নিহত বিপ্লব উপজেলার চাঁন্দাশ ইউপির আখিড়াপাড়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বিপ্লব তার ছোট সন্তানসহ মোটরসাইকেল যোগে জেলার মান্দা উপজেলার দিকে যাচ্ছিলেন। ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বিপ্লব মোটরসাইকেলের পিছনে বসেছিল। পথিমধ্যে ভালাইন নামক স্থানে পৌঁছালে বাচ্চাসহ বিপ্লব মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat