জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় বিদুৎ অফিসের সংশ্লিষ্টদের গাফিলতাকে দায়ি করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওইদিনই বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন।
নিহত ওই শিশু দোগাছি গ্রামের রাসেল শেখের ছেলে। সে পাশের সান্তাহার এইচএম একাডেমীতে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান- গত শনিবার দোগাছী কারিগর পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন রিপ্লেসের কাজ করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় তাদের অবহেলায় খুঠি থেকে একটি তার পাশের ধানক্ষেত পর্যন্ত ঝুলে থাকে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিলেন ওই শিশু। এসময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে গেলে পানি বিদ্যুতায়িত হয়ে থাকলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষিদের বিচার দাবি করেন। কয়েকঘন্টা পরে বিদ্যুৎ অফিসের বিচারের আশ্বাসে সড়ক ছাড়েন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat