নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৮ সেপ্টেম্বর জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল দিঘিপাড়া এলাকায় একটি দিঘির পানিতে ডুবে হুজায়ফা নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু হুজায়ফা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এর আগে শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির উত্তর ভীমপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে পরে মাইশা আক্তার (৩) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাইশা আক্তার ওই গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে।
শিশু হুজায়ফার বাবা সাইফুল ইসলাম জানান, ছেলে হুজায়ফা পার্শ্ববর্তী একটি সরকারি দিঘির পাড়ে সমবয়সী ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে শিশু ফারজানা তার বাড়িতে ফিরে গেলে তার মা হুজায়ফার বিষয়ে জিজ্ঞেস করেন। এসময় ফারজানা তার মাকে দিঘির পাড়ে নিয়ে গেলে হুজায়ফাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তার ডাক চিৎকারে সবাই গিয়ে শিশু হুজায়ফাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে খেলাধুলার এক সময় দিঘিতে পড়ে যাওয়া জুতা উঠাতে গিয়ে ওই দিঘির পানিতে পড়ে মারা যায় সে।
অপরদিকে মাইশা আক্তারের মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিহত শিশু তার দাদি অসুস্থ অনুভব করায় রাত ৯ টার সময় গ্রাম ডাক্তারের বাসায় ওষুধ নিতে যান। সেও তার দাদির পেছনে পেছনে য়ায়। তার দাদি বুঝতে না পারাই সে নিজ বাসায় চলে আসেন।বাসাতে শিশুটি না থাকায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ি পুলিশ রাত ১১ টার সময় নিহত শিশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ডুবানো লাশ উদ্ধার করে।
মাইশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওহাটা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া। অপরদিকে বিকেলের দিকে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি এখনই খোঁজ নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat