নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ডাক্তার ভগ্নিপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ। সৌরভের অভিযোগ ভগ্নিপতি ডাক্তার আবু জার গাফ্ফার বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে জমি দখল, মিথ্যা ঝড়যন্ত্র ও হত্যার পরিকল্পনার করে আসছে দীর্ঘদিন থেকে। আর ভগ্নিপতির ষড়যন্ত্র ও হত্যার পরিকল্পনা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ। মঙ্গলবার ২৭ আগষ্ট দুপুরে শহরের কাজীর মোড় তার বাসায় সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৌরভ বলেন- নওগাঁ মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার তার ভগ্নিপতি (বড় বোন নুরে ই-আফসানা জেরির স্বামী)। তিনি একজন মুখোশধারী ও ভ‚মিদস্যু। আমার পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যা চেষ্টা করেছেন।
তিনি বলেন, গত কয়েক বছর আগে বাবা মারা গেছে। তারপর তারা স্বামী-স্ত্রী (বোন ও ভগ্নিপতি) মিলে যোগসাজস করে আমার মাকে কৌশলে তাদের বাসায় নিয়ে রাখেন। নওগাঁ শহরে আমার একাধিক আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সেই আবাসিক ভবন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের দায়িত্বে ছিলেন আমার মা। কিন্তু আমার মা ভগ্নীপতির বাসায় যাওয়ার পর থেকে কোনো কারণে ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেয়। গত ২৮ মাসের ভাড়ার হিসেবে প্রায় দেড় কোটি টাকা আমার মায়ের কাছে জমা হয়। আমি টাকা চাইতে গেলে ভগ্নিপতির কু-পরামর্শে এবং তার অসৎ উদ্দেশ্যে মাকে বাদী করে আমার নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। ওই মামলায় আমাকে ২১ দিন জেল খাটতে হয়েছে। সবশেষ গত ৫ আগস্ট আমাকে হত্যার চেষ্টা করা হয়।
সৌরভ বলেন, তারা আমার জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষর নকল করে আমার সম্পত্তি নামজারি করার আবেদন করে। আমি জানতে পেরে সেই আবেদনটি বাতিল করি। আমার নামে মাদকসেবীসহ বিভিন্ন জায়গায় মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যে আমি নাকি মাদক সেবী, এটি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার মধ্যে একটি। ডোপষ্টেট করা হলে সত্যতা পাওয়া যাবে। সে একজন ডাক্তার হলেও তিনি প্রকৃতপক্ষে আমার পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে দখলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে একাধিক বার আমাকে হত্যা চেষ্টাসহ এমন কোনো ষড়যন্ত্র নেই তিনি করেনি।
তিনি অভিযোগ করে বলেন, আবু জার গাফ্ফার ডাক্তার হওয়ার সুবাদে অর্থের বিনিময়ে কিছু ক্ষমতাশীল ব্যক্তিবর্গ ও প্রশাসন দিয়ে তার মতো করে কাজ করাচ্ছেন এবং প্রতিনিয়ত হয়রানি করে আমার পৈত্রিক সম্পদ দখলের চেষ্টা করছেন। আমার পরিবার নিয়ে প্রাণের সংশয়ে আছি। আমি ও আমার পরিবার সকলস্তরের প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমার সাথে করা সকল অন্যায়ের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী করছি। এসময় ভুক্তভোগী সৌরভের ছেলে ও চাচাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নওগাঁ মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের কিউরেটর ডাক্তার আবু জার গাফ্ফার বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা বানোয়াট ও ভিত্তিহীন। বরং শ্যালক সৌরভ আমার বিরুদ্ধে অন্তত ২৫-২৬ টি মামলা দিয়ে হয়রানি করছে। যার ১০ টি মামলার ডিগ্রী আমার পক্ষে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat