নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহাতায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে। রবিবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক খামারীদের টিএমআর, সাইলেজ, ইউরিয়া মোলাসেস স্ট্র ইত্যাদি হাতে কলমে শিখানো হয়। প্রশিক্ষণে ২৫জন নারী খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৌসুমী সংস্থার সহকারি উপ-পরিচালক লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.নুর হোসেন, সহকারি প্রাণিসম্পদ কর্মকত রুস্তম আলী।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat