বগুড়া ও নওগাঁ প্রতিনিধি:
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নওগাঁ ও বগুড়ায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার ১৫ মে ভোর ৫টার দিকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ও আদমদীঘি উপজেলার ছাতীয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পার্শ্বে তিলেকপুরে এলাকায় পৃথক মৃত্যুর দুই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আলমগীর রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে। ও একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়। মৃত তাজাম্মেল হক বকুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল পাড়া এলাকার আব্দুল হকের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat