প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:৪৩ পি.এম
দূর্ঘটনা এড়াতে রায়গঞ্জে তৈরি হচ্ছে ফুটওভার ব্রিজ

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় উত্তরবঙ্গ ফোরলেনে দূর্ঘটনা এড়াতে তৈরি করা হচ্ছে নান্দনিক সৌন্দর্যের ফুটওভার ব্রিজ।
উপজেলার উন্নয়নকামী এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক লেখালেখির ফলে এই ব্রিজের কাজ শুরু হয়েছে।
সোমবার( ১২ মে) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় , বগুড়া - ঢাকা ফোরলেনের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ঝুঁকিপূর্ণ রাস্তায় পারাপারে জন্য ফুট ওভার ব্রিজ কাজ দৃশ্যমান।
এই ফুট ওভারব্রিজের ফলে এলাকায় দূর্ঘটনা যেমন কমবে, তেমনি মানুষের নিরাপদ যাতায়াতের জন্য সুবিধা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সাসেক-২ এর সহকারী প্রকৌশলী মো.জাকির হোসেন বলেন, এই ফুট ওভার ব্রিজটি উওরবঙ্গের মধ্যে দীর্ঘ তম ফুটওভারব্রিজ। এর দৈর্ঘ ৩৭.৫০ মিটার, প্রস্থ ২.৬০ মিটর ও উচ্চতা ৮.১ মিটার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। এর নির্মান কাজ শেষ হলে এরপর এটি পথচারীদের জন্য খুলে দেওয়া হবে। ব্রিজ টি চালু হলে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পথচারীরা চলা ফেরা করতে পারবেন।
স্থানীয় স্কুল,কলেজের ছাত্র -ছাত্রীরা জানান আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই ব্রিজ। কাজ দেখে ভীষণ ভালো লাগছে।
আলহাজ্ব মো.শরিফুল সরকার বলেন, বাচ্চা দের নিয়ে ব্যস্ত সড়কে দীর্ঘ দিন জীবনের ঝুঁকি বেশি রাস্তা পারাপার হতে হয়েছে। কয়েক মাস আগে আমার বাবার জানাজা নামাজে অংশ গ্রহণ করতে আসা এক আত্মীয় ও চান্দাইকোনা স্কুলের এক জন কেরাণী শিক্ষক রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। ব্রিজ টি নির্মাণ কাজ দেখে খুব ভালো লাগছে।
মুল সড়কের মাঝ রাস্তায় নান্দনিক ডিজাইনের ফুট ওভারব্রিজের কাজ দেখে, স্থানীয় দোকানদার, বিভিন্ন শ্রেণীর পেশাজীবি, ব্যবসায়ী,পথচারী ও শিশু শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দ ছাপ দেখা যায়।
চান্দাইকোনা বাজার সমিতির সভাপতি আব্দুর রাকিব বিশ্বাস বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়, চান্দাইকোনা ঐতিহ্যবাহী বাজার এলাকা। এখানে সপ্তাহে দুই দিন হাটবার,বিশাল গরু, ছাগল,ধান,পাট ইত্যাদি ক্রয় বিক্রি হয়। এলাকার সকলের দাবি ছিল এই ব্রিজটি। এতে করে উপজেলার সকল ব্যবসায়ী ভীষণ খুশি। তারা সাসেকের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীসহ সকলের নিকট কৃতজ্ঞ বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat