প্রতিদিনের দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলার সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় কালবেলার দুই বছরের অভানীয় সাফল্যের প্রশংসা করেন বক্তারা বলেন, সাফল্যের সাথে প্রতিষ্ঠানটির দায়িত্বও বেড়ে গেছে।
অনুষ্ঠানরে প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন, দুই বছরে বাংলাদেশের সবাই কালবেলা পত্রিকাটির নাম জানে, পড়ে এবং দেখে। এটাই এই পত্রিকার সফলতা। এ জন্য পত্রিকার সাথে জড়িতদের অভিনন্দন জানাই। বর্তমান বিশ্বে সাংবাদিকতা পেশাটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। বিশেষ করে ভারতীয় উপ-মহাদেশে পেশাটি আরও বেশি চ্যালেঞ্জিং। সত্য ও ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অনেকগুলো গ্রুপ মোকাবেলা করতে হয়। গ্রুপগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ঝুঁকি নিয়েই কালবেলার সাংবাদিকরা সংবাদ পরিবেশন করছে এ জন্য তাদের ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, কালবেলা পত্রিকাটি অল্পদিনের মধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আর সফলতার পাশাপাশি তাদের দায়িত্বও বেড়ে গেছে। আশা করি দায়িত্বশীলতার সাথে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং শতবর্ষ উদযাপিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন - কালবেলা মাত্র দুই বছরে বাংলাদেশের পাঠকের কাছে প্রশংসিত হয়েছে। কালবেলা এমন কিছু তথ্যসহ সংবাদ পরিবেশন করেন যেটা চোখে ধরে এবং সাধারণ মানুষের কাছে নিরপেক্ষ মনে হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে আপনারা সবাই জানেন। তখন আমরা যারা বিরোধী মতের ছিলাম তারা সবাই কালবেলার ভূমিকার প্রশংসা করতাম।
বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান কালবেলার প্রশংসা করে বলেন, পত্রিকাটি গণমানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আগামীতে বস্তুনিষ্ঠতা বজায় রেখে আরও এগিয়ে যাবে।
প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, দৈনিক আলোকিত বাংলাদেশর স্টাফ রিপোর্টার এস এম তফিজ উদ্দিন, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, জিটিভি ও আমাদের সময়’র জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক যমুনা প্রবাহ’র নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, আজকালের খবরের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয় ও কালবেলার বেলকুচি উপজেলা প্রতিনিধি পারভেজ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কালবেলার সফলতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস। অনুষ্ঠানে জেলা বিএনপির পক্ষ থেকে কালবেলা পরিবারকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া দেন সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি বদরুল আলম দুলাল, দৈনিক নবরাজের প্রতিনিধি মোস্তাক আহমেদ নওশাদ, দৈনিক ভোরের দর্পনের জেলা প্রতিনিধি এস এম আল-আমিন, মানবজমিনের প্রতিনিধি সুজন সরকার, গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, আমাদের নতুন সময়’র প্রতিনিধি সোহাগ হাসান জয়, রাইজিং বিডির জেলা প্রতিনিধি আদিত্য রাসেল, আনন্দ টিভির প্রতিনিধি হুমায়ুন কবির সোহেল, সাংবাদি আলী আশরাফ, এশিয়ান টিভির প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়, দৈনিক কালবেলার রায়গঞ্জ প্রতিনিধি নুরুল হক নয়ন, উল্লাপাড়া প্রতিনিধি শাহ আলী জয়, কাজিপুর প্রতিনিধি মিজানুর রহমান ও কামারখন্দ প্রতিনিধি আমিরুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat