প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ১০:৪৮ পি.এম
তালতলীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার শ্রদ্ধা নিবেদন

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সিদ্দিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটায় তালতলী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন বেপারী,তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহবায়ক কামাল মোল্লা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, শ্রমিক লীগ সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ,কড়রইবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রেজাউল সরদার, সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ নীরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat