সাব্বির মির্জা,( তাড়াশ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের নিমগাছি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ওয়ারেন্ট অফিসার মোঃ আকবর হোসেন জানান, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাড়াশ উপজেলার চককোলামুলা গ্রামের ওসমান গণির ছেলে মাদক কারবারি মোঃ বাবলুকে ১৯পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে গোপনে ওই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল।গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত মালামাল সহ তাড়াশ থানায় জমা দেয়া হয়েছে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat