সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার দোবিলা গ্রামে।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সদস্য রবিউজ্জান তালুকদার বলেন, আজ সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় পাবনার চাটমোহর উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হোসেন (৪০) তার অপর দুই বন্ধুর সাথে বাইক চড়ে চলনবিল ভ্রমণ করে, তাড়াশ-নিমাইচড়া আঞ্চলিক সড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার দোবিলা উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁচ্ছালে বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ায় মোটর সাইকেলের গতি হারিয়ে একটি থামানো ধান বোঝাই ভটভটির সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় তিনি বাইকের পিছনে থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন।পরে নিহত আনোয়ারের বন্ধুরা পরিবারের কাছে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যান।
তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছানোর আগেই পরিবার লাশ নিয়ে গিয়েছে। তারা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।