লুৎফর রহমান, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের টিনশেডের গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে তিন টি গরু সহ বসতঘর পুড়ে ছাই।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায় ,অদ্যই বেলা দুইটায় দিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমানের টিনশেড গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই গোয়াল ঘরের থাকা তিনটি গরু ও বসতঘর সহ সকল মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৫ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে জানা যায় । এতে কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে তাড়াশ ফায়ার সার্ভিসের সাব লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat