সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তাওহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ) বিকাল ৩ টার দিকে হাটিকুমরুল- বোনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত তাওহিদ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামের মোঃ রাসেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা তাওহিদ নানীর বাড়ি থেকে নানীর সঙ্গে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নানী আহত হয় আর নাতী তাওহীদকে উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেণারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat