সাব্বির মির্জা তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হান্নান নামে এক কৃষকের দুটি গরু মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।
আজ মঙ্গলবার (২০ মে ) দুপুরে ২টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আড়ংগাইল গ্রামে পশ্চিম মাঠে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো.আব্দুল হান্নান উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের বাসিন্দা।
কৃষক মো. আব্দুল হান্নান জানান, বজ্রপাত শুরু হলে ঘর থেকে গরু দুটি আনতে বের হই। বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যাই। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানালে আকাশ ভেঙে মাথায় পড়েছে মনে হয়েছে’। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।
তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, ‘বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি’। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে তীব্র তাপদাহে খামারিদের গরুগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat