শাহ্ আলম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় কর্নঘোষ গ্রামে প্রান্তিক খামারীর একটি পোল্ট্রি ফার্মে দুর্বৃত্তদের হামলায় প্রায় ১০০টির বেশি মুরগি মারা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে খামার কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুশরা লেয়ার এন্ড পোল্ট্রি ফার্মে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রবেশ করে অজ্ঞাত উপায়ে মুরগিগুলো মেরে ফেলে। খামারের শ্রমিক মো. শেখ ফরিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ফার্মে কাজ করছি। সংসার চলে এখানকার আয় দিয়েই। প্রতিদিনের মতো গতকালও রাতে মুরগির যত্ন নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ৩টার দিকে মুরগির চিৎকার শুনে দৌড়ে যাই। এসময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পরে একে একে মুরগিগুলো মারা যেতে শুরু করে।”
খবর পেয়ে খামারের মালিক মো. শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি—দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রান্তিক খামারীদের জীবিকা ধ্বংসের এমন ঘটনা উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat