সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ
বাড়ির সামনে পরিত্যক্ত যায়গায় দুই ধরনের বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক মো. পাপ্পু সরকার।
বাড়ির সামনে পতিত জমিতে গড়ে তোলা পাপ্পু সরকারের পেঁপে বাগান এখন অনেককেই আগ্রহী করে তুলেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, পাপ্পু সরকার একজন স্মার্ট কৃষক, তিনি জানেন কখন কোন ফসল চাষ করতে হবে।
ঢাকা থেকে একটি বেসরকারি মোবাইল কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে এসে পাপ্প সরকার কৃষি অফিসের পরামর্শে শুরু করেন ফল ও সবজির আবাদ। তিন মাস আগে বিভিন্ন পেঁপে গাছের চারা সংগ্রহ করে বাড়ির সামনে পরিত্যক্ত যায়গায় রোপণ করেন।
এলাকার স্কুলছাত্র রাজু আহমেদ জানান, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুলে যাই।পাপ্পু সরকার চাচা সারা দিন পেঁপে গাছের পরিচর্যা করেন। এখন প্রতিটি গাছে পেঁপে ধরেছে, দেখতে ভালো লাগে। পেঁপে গাছগুলো তেমন বড় হয়নি, ছোট ছোট গাছে এত পরিমাণ পেঁপে ঝুলে আছে দেখতেই মন ভালো হয়ে যায়।’
নাজমুল হোসেন নামে এক পথচারী জানান, ‘আমি এই পথ দিয়ে হাট-বাজারে যাতায়াত করি। বাড়ির সামনে পরিত্যক্ত জায়গায় জঙ্গল হয়। পাপ্পু সরকার সেই জঙ্গল পরিষ্কার করে এবার পেঁপে চাষ করেছেন। তিনি অনেক পরিশ্রমী কৃষক। তিনি সবসময় তার জমিতে সময় দিয়ে থাকেন। এবার পরিত্যক্ত যায়গায় পেঁপে গাছ লাগিয়ে তুলেছেন তিনি।’
প্রথম ধাপে প্রতি গাছ থেকে ৫-৭ কেজি করে পেঁপে সংগ্রহ করেছেন কৃষক পাপ্পু সরকার । গাছ লাগাতে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা। তার আশা এ পেঁপে বিক্রি করে ভালো টাকা লাভ হবে। আর পাপ্পু সরকারের সাফল্য দেখে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন পেঁপে চাষে।
কৃষক মো পাপ্পু সরকার জানান, ‘আমি ছোট থেকেই বাবার সঙ্গে বিভিন্ন ধরনের ফসল চাষ করি। পড়াশোনা শেষ করে বেসরকারি একটি মোবাইল কোম্পানিতে চাকরি করি। সিদ্ধান্ত পরিবর্তন করে আবাদে মনোনিবেশ করি। কৃষি অফিসারের পরামর্শের জন্য গেলে পেঁপে চাষ করার কথা বলেন। পরে আমি বাড়ি সামনে পরিত্যক্ত জায়গা থেকে জঙ্গল পরিষ্কার করে পরীক্ষামূলক ২০০ পেঁপে গাছ রোপণ করি। আল্লাহ রহমতে গাছে বেশ পেঁপে ধরেছে। আমার সফলতায় এলাকার অনেকে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল- মামুন জানান, ‘কৃষি বিভাগের পরামর্শে শুরুতেই গ্রিন ল্যাডি পেঁপে চারা লাগিয়েছিলেন তিনি। বর্ষা মৌসুমে অন্যান্য সবজি কম থাকায় পেঁপের চাহিদা বাড়ে। পাপ্পু সরকার বিষয়টি মাথায় রেখে এ পেঁপে চাষ করেছেন। এরইমধ্যে বাজারে ভালো মূল্যে বিক্রি করতে সক্ষম হয়েছেন। আমাদের লক্ষ্য পাপ্পু সরকারের মতো কৃষকরা পেঁপে চাষে এগিয়ে আসবেন।’
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat