তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌষার এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা সরকারি এম. এস . এর ২১ বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ইউএনও) মোঃ নূরুল ইসলাম ।
আজ সোমবার( ১৭ মার্চ) বিকেল ৩ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা ২১ বস্তা চাল উদ্ধার করা হয়।
পৌষার গ্রামের লাবু হোসেনসহ অনেকে জানান, পরিত্যক্ত অবস্থায় থাকা সরকারি এম. এস . এর ২১ বস্তা চাল রাস্তায় পরে ছিলো । তারপর ইউএনও স্যারকে অবহিত করা হয়। তাৎক্ষণিক ইউএনও স্যার এসে চালগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ইউএনও) মোঃ নূরুল ইসলাম জানান, পৌষার এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় সরকারি এম. এস . এর ২১ বস্তা চাল পাওয়ায় য়ায় । পরে চালগুলো উদ্ধার করে উপজেলা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat