তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে আয়নাল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেশি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দেশি গ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল শেখের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আয়নাল শেখ প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করলে বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাকিরুনের বাবা, ভাই ও প্রতিবেশীরা মিলে আয়নালকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
আহত অবস্থায় বাড়ি ফিরে আয়নাল তার পরিবারের লোকজন নিয়ে পুনরায় সাকিরুনের বাড়িতে গেলে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। এতে আয়নাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat