সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এজাহার ভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হক কে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় আজ রোববার (১৩ জুলাই) রাত সাড়ে নয় টার সময় বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
এ মামলার অপর আসামী রফিকুল ইসলাম কে
ঘটনার পরদিনই পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে (২০) তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা।
পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরো ২ জন।
এ ঘটনায় ওই শিল্পী (২০) বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন(২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীর হাট দেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত: গোলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম(৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনা (২৫) সহ অজ্ঞাতনামা আরো দুজন কে আসামী করে তাড়াশ থানায় মামলা করেন।
এ ঘটনায় দেশের শীর্ষ স্থানীয় মিডিয়াগুলো আলোড়ন তোলে।
মামলার পরপরই আসামী মো. রফিকুল ইসলাম কে পুলিশ গ্রেফতার করে। অপর আসামীরা পলাতক থাকায় তাদের ধরতে পুলিশ তৎপরতা চালায়। আজ উল্লেখিত দুই আসামি কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের কে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে । মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat