সাব্বির মির্জা, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নুসরাত জাহান।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে তিনি বিদায়ী ইউএনও মো. নূরল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পূর্বে নুসরাত জাহান সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এল শাখায় কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, “তাড়াশ উপজেলাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি-বেসরকারি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “তাড়াশবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে একটি সুশৃঙ্খল, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী ও আলোকিত তাড়াশ গড়াই আমার মূল লক্ষ্য।”
নবাগত ইউএনও উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat