সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অসচ্ছল পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই বকনা বাছুর বিতরণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে এই বকনা গরু বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
এই বকনা বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউনএও) মো নূরল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউনএও) মো নূরল ইসলাম জানান, সমাজের পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে উন্নয়নের কাতারে নিয়ে আসার জন্য গবাদি পশু দ্বারা তাদের ভাগ্যের উন্নয়নের চাকা ঘোরাতে সম্ভব।
তিনি আরো বলেন যে, প্রকল্পের মেয়াদ শেষ হলেও তারা যেন পরবর্তীতে প্রাণীসম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখে, নিজেদের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে পারে। যদি কোন গরুর রোগা বা আক্রান্ত বা অসুস্থ হয়। সেই লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো মশগুল আজাদ'সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো আমিনুল ইসলাম জানান, এই প্রকল্পের আওতায় যারা সুবিধা পেয়েছে। সেই লক্ষ্যে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তর কাজ করে যাচ্ছে। এই বিতরণের পূর্বেও বকনা গরু বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat