তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার গোবিন্দ মন্দির সংলগ্ন শ্রী বাদল বাদ্যকরের একমাত্র মেয়ে বিপন্না রানী (২৬) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিপন্নার বেঁচে থাকার একমাত্র আশা উন্নত চিকিৎসা, যার জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবা ও স্বামী বিপ্লব ঘোষের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়।
বিপন্নার স্বামী বিপ্লব ঘোষ পেশায় একজন স্বল্প আয়ের মানুষ। স্ত্রী ও একমাত্র মেয়ে অহনা ঘোষ ( ৬) নিয়ে গাইবান্ধার মহিমাগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামে ঘোষপাড়া এলাকায় বসবাস করেন। ২০১৮ সালে সামাজিক রীতি মেনে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে সুখী ছিলেন এই দম্পতি। ছোট্ট অহনাকে নিয়ে চলছিল ছোট্ট সুখের সংসার। কিন্তু হঠাৎ করেই বিপন্নার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার, যা এক নিমিষেই ভেঙে দেয় তাদের সংসারের স্বপ্ন।
বিপন্না রানীর পরিবার জানায়, “চিকিৎসা করাতে গিয়ে ধার দেনা ও মানুষের কাছে হাত পেতে ইতিমধ্যে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করেছি। এখন উন্নত চিকিৎসার জন্য আরো ৫-৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের পক্ষে এই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। দিন দিন বিপন্নার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাকে বাঁচাতে সমাজের সহৃদয়, বিত্তবান ও দানশীল মানুষের সাহায্য প্রয়োজন।”
বিপন্নার চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ/নগদ নম্বর: ০১৯৩৬৩৮৯৫২৪ (বিপন্না রানীর ব্যক্তিগত নম্বর)।
বিপন্নার বাবা বাদল বাদ্যকর বলেন, “আমার স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে নিয়েই বাঁচার আশা ছিল। কিন্তু এখন মেয়ের এই রোগে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। সবাইকে আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য সহযোগিতা করার অনুরোধ করছি।”
বিপন্নার ছোট্ট মেয়ে অহনা প্রতিদিন মায়ের পাশে বসে কাঁদে। মায়ের কোলে ফিরতে চায় সে। অথচ মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থের অভাবে দিন দিন ক্ষীণ হচ্ছে বিপন্নার বাঁচার সম্ভাবনা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat